সম্মেলন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি কমিটি


শীর্ষরিপো্র্ট ডটকম । ২১ জানুয়ারি ২০১৭

সম্মেলন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি কমিটি

সম্মেলন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি কমিটি



আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ আশরাফুন্নেসা মোশাররফকে আহ্বায়ক ও পিনু খানকে সদস্য সচিব করে ২৫ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছে

আগামী ৪ মার্চ অনুষ্ঠিতব্য মহিলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শনিবার বিকেলে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর মধ্যে অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক হয়েছেন সাফিয়া খাতুন, যুগ্ম-আহ্বায়ক মাহ্ফুজা বেগম; মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক ইয়াসমিন হোসেন, যুগ্ম-আহ্বায়ক বনশ্রী বিশ্বাস স্মৃতিকথা; গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক খালেদা খানম, যুগ্ম-আহ্বায়ক আনোয়ারা শাজাহান; প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক ফরিদা রহমান, যুগ্ম-আহ্বায়ক শিরীন রুখসানা; দফতর উপ-কমিটির আহ্বায়ক কামরুন্নেসা মান্নান, যুগ্ম-আহ্বায়ক ইয়াসমিন হোসেন; শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক আসমা জেরিন ঝুমু, যুগ্ম-আহ্বায়ক নাহিদা হাসনাত; খাদ্য উপ-কমিটির আহ্বায়ক অঞ্জলী সরকার, যুগ্ম-আহ্বায়ক মোর্শেদা লিপি; সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক শিখা চক্রবর্তী, যুগ্ম-আহ্বায়ক জান্নাত আরা হেনরী; অর্থ উপ-কমিটির আহ্বায়ক মোনা হোসেন, যুগ্ম-আহ্বায়ক আসমা জেরীন ঝুম; স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক ডা. রওশন আরা, যুগ্ম-আহ্বায়ক ডা. কর্নেল কার্নিজ ফাতেমা (অব.)।

সংগঠনের প্রচার সম্পাদক শিরীন রুখসানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনের প্রস্তুতি হিসেবে ১০টি উপ-কমিটি গঠন করা হয়।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft