|
সমস্ত পবিত্রতাকে পদদলিত করা হয়েছে: সৌদি ওলেমা পরিষদশীর্ষরিপো্র্ট ডটকম। ৫ জুলাই ২০১৬ সৌদি আরবের পবিত্র শহর মদিনায় আত্মঘাতী বোমা হামলার পর মুসলিম বিশ্বে এর তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানানো হয়েছে। হামলায় নিরাপত্তা বাহিনীর চারজন সদস্য প্রাণ হারিয়েছেন। নবী মোহাম্মদের মসজিদের কাছে চালানো ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ। সৌদি আরবের সর্বোচ্চ ওলেমা পরিষদ বলেছে, এই হামলার মধ্য দিয়ে “সমস্ত পবিত্রতাকে হামলাকারীরা পদদলিত করেছে।” মুসলমানদের কাছে নবী মোহাম্মদের মসজিদটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত। সোমবার সৌদি আরবে মোট তিনটি হামলা চালানো হয়। মদিনায় নবী মোহাম্মদের মসজিদের কাছে এই হামলাটি চালানো হয় সোমবার মদিনায় নবী মোহাম্মদের মসজিদের কাছে চালানো বোমা হামলায় নিহত হয় চারজন রক্ষী। । অন্য দুটো হামলা হয়েছে জেদ্দা ও কাতিফ শহরে। সেখানে শুধু হামলাকারীরাই নিহত হয়েছে। আফগান তালিবানও এই হামলার নিন্দা করে বলেছে, ঘৃণা থেকেই এধরনের অপরাধ সংগঠিত হয়েছে। এই হামলাটি কারা চালিয়েছে সেটি এখনও পরিষ্কার নয়। তবে তথাকথিত ইসলামিক স্টেটের দিকেই অভিযোগের আঙ্গুল উঠেছে। কারণ সুন্নি জিহাদি গ্রুপ আইএস এর আগে সৌদি রাজতন্ত্রকে উৎখাতের কথা ঘোষণা করেছে। এবং এর সমর্থকরা উপসাগরীয় দেশগুলোতে সংখ্যালঘু শিয়া ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |