|
সমন্বিত জিবিএম পানি কর্তৃপক্ষ গঠনে তথ্যমন্ত্রীর প্রস্তাবশীর্ষরিপো্র্ট ডটকম । ১৯ আগস্ট ২০১৬ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রস্তাব দিয়েছেন অভিন্ন নদ-নদীর সুবিধাভোগী দেশগুলোর মধ্যে পারস্পরিক পানিবণ্টন সমস্যা সমাধানের লক্ষ্যে একটি আঞ্চলিক প্লাটফরম গড়ে তোলার । এ জন্য বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) সমন্বিত গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা (জিবিএম) পানি কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। তথ্যমন্ত্রী বৃহস্পতিবার দিল্লীতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের একটি মতবিনিময় সভায় এ প্রস্তাব রাখেন বলে তথ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দিন জানিয়েছেন। তিনি আরো জানান, সভায় তথ্যমন্ত্রী বলেন, সহযোগিতার স্বর্ণদ্বার উন্মুক্ত করার জন্য মূল বিষয়গুলোর সমাধান করতে হবে। তথ্যমন্ত্রী বলেন, পানি হচ্ছে প্রাণ আর পরিবহন হচ্ছে শিরা। পানি বিষয়ে আঞ্চলিক সমন্বয়সহ দ্বিপাক্ষিক সহযোগিতা দক্ষিণ এশীয় সহযোগিতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। ফাউন্ডেশনের পরিচালক জেনারেল (অব.) নির্মল চন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে রাজনৈতিক বিশ্লেষক, সাবেক রাষ্ট্রদূত, অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং ফাউন্ডেশনের ফেলোসহ ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |