সবুজবাগে সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর লাশ উদ্ধার


শীর্ষরিপো্র্ট ডটকম । ৯  সেপ্টেম্বর   ২০১৬

সবুজবাগে সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর লাশ উদ্ধার

সবুজবাগে সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর লাশ উদ্ধার



রাজধানীর সবুজবাগ থানা এলাকায় পয়োঃনিষ্কাশন খাল এবং এক বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে।

আজ (শুক্রবার) সকালে শামীম হোসেন (১২) ও সাইক সাদাফ ইফতি (৫) নামে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির।

এলকাবাসীরা জানান, নিহত শামীমের বাবা শফিক অটোরিকশার চালক। আর ইফতির বাবা ইব্রাহীম খলিল দোহারে বিদ্যুৎ বিভাগে কাজ করেন।

সবুজবাগ থানার এসআই জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার পূর্ব বাসাবোতে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল শামীম। তখন পা পিছলে ওয়াসার খালে পড়ে যায় সে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, তাদের ডুবুরিরা আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে ওই খাল থেকে শামীমের লাশ উদ্ধার করেছে।

অপরদিকে ইফতির লাশ উদ্ধার করা হয়েছে উত্তর মানিকদি এলাকার একটি বাসার সেপটিক ট্যাংক থেকে।

সবুজবাগ থানার এসআই বাবুল সরকার বলেন, সেপটিক ট্যাংকির মুখ খোলা ছিল। ধারণা করা হচ্ছে, ইফতি খেলতে খেলতে এর ভেতরে পড়ে যায়। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft