![]() |
সচেতন থাকলে দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কম হবে:সাবের হোসেন চৌধুরীশীর্ষরিপো্র্ট ডটকম । ১৩ অক্টোবর ২০১৬ ![]() সচেতন থাকলে দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কম হবে:সাবের হোসেন চৌধুরী দুর্যোগ কখনো বলে কয়ে আসে না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে দুর্যোগ আসতে পারে উল্লেখ করে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, আমরা যদি একটু সচেতন হই, তাহলে দুর্যোগের পর ক্ষয়ক্ষতি অনেক কম হবে। তাই সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও বালিকা বিদ্যালয়ে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দুর্যোগের সময় শুধু প্রশাসনের দায়িত্বের পাশাপাশি সবাইকেই দায়িত্বশীল হতে হবে। দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রয়োজন জনসচেতনতা বলেও মন্তব্য করেন তিনি। সাবের হোসেন চৌধুরী বলেন, এখন থেকে পর্যায়ক্রমে ভাগ করে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফায়ার সার্ভিসের এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হবে। এতে করে দুর্যোগের সময় কিছুটা হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে শিক্ষার্থীরা। এসময় মহড়ায় দুর্যোগের সময় কিভাবে রক্ষা পেতে হয়, নিজেকে রক্ষা করে বিপদগ্রস্ত অন্যজনকে কিভাবে উদ্ধার করতে হয় তার বিভিন্ন কৌশল শিক্ষার্থীদের দেখিয়ে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |