|
'সংসদ এলাকা থেকে জিয়ার কবর সরানো হবে': মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীশীর্ষরিপো্র্ট ডটকম । ২৭ আগস্ট ২০১৬ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী বিতর্কিত ভূমিকা প্রমাণ করে তিনি স্বাধীনতা চাননি। এ ধরণের বিতর্কিত ব্যক্তির কবর পবিত্র সংসদ এলাকায় থাকতে পারে না। তাই সংসদ এলাকা থেকে তার কবর সরানো হবে। শনিবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীর কাশিমপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল করিমের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আতাউল্লাহ মন্ডল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মোল্লা, সাইজুদ্দিন মোল্লা প্রমুখ। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যায় যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার হলেও নেপথ্যে যারা ছিল, যারা মূল পরিকল্পনাকারী তারা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। বঙ্গবন্ধু হত্যার পেছনে দেশী বা বিদেশী যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে। মোজাম্মেল হক আরও বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যায়নি, হত্যা করা যাবেও না। বঙ্গবন্ধুর আদর্শ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। এর আগে মন্ত্রী মহানগরীর কোনাবাড়ি আমবাগ নজরদীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোস্তাক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি। জিয়াউর রহমান ও খন্দকার মোস্তাক শুধু বঙ্গবন্ধুর হত্যাকারীই ছিলেন না। বঙ্গবন্ধুকে হত্যা করে তারা জাতির সঙ্গে বেইমানী করেছেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |