শেখ হাসিনা রাজনীতিতে ১৫তম ক্ষমতাধর নারী


শীর্ষরিপো্র্ট ডটকম। ৬ জুন ২০১৬

শেখ হাসিনা রাজনীতিতে ১৫তম ক্ষমতাধর নারী

শেখ হাসিনা রাজনীতিতে ১৫তম ক্ষমতাধর নারী



রাজনীতিতে ১৫তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা ছবিটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নেয়া।

বিশ্বের ক্ষমতাধর ১০০ জন নারীর তালিকায় ৩৬তম স্থানে উঠে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী এ তালিকা প্রকাশ করে। তালিকায় গত বছর তার অবস্থান ছিল ৫৯তম।

এতে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর ২৬ নারীর তালিকাও তুলে ধরা হয়। এ তালিকায় শেখ হাসিনার অবস্থান ১৫তম। ক্ষমতাধর নারীদের তালিকায় রাষ্ট্র বা সরকারপ্রধান আছেন ১১ জন। এর মধ্যে রানি এলিজাবেথও রয়েছেন।

ক্ষমতাধর শত নারীর তালিকার প্রথমে রয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। দ্বিতীয় স্থানটি দখল করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রেরই ফেডারেল রিজার্ভের প্রধান জেনেট ইয়েলেন। চতুর্থ অবস্থানে আছেন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস।

জেনারেল মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি টেরেসা বাররা পঞ্চম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিনা ল্যাগার্দে আছেন ষষ্ঠ অবস্থানে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা আছেন ত্রয়োদশ অবস্থানে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft