|
শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে : বাণিজ্যমন্ত্রীশীর্ষরিপো্র্ট ডটকম । ৭ জানুয়ারি ২০১৭ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ । আজ মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত কক্সবাজার শহীদ দৌলত ময়দানে লবণ চাষী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, কক্সবাজার লবণ চাষী সমবায় সমিতির সাধারণ সম্পাদক কায়ছার উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। তোফায়েল আহমেদ বলেন, বিদেশে প্রতিকেজি লবণের দাম দুই টাকা। অনেক সময় দুই টাকার কমও। আমাদের দেশে ২০ থেকে ২৫ টাকা। তাই অনেকেই বিদেশ থেকে লবণ আমদানি করতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছিলেন লবণ চাষীদের যাতে কোনো ক্ষতি না হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে ও চাষীদের দাবিতে গত বছর লবণ আমদানি বন্ধ হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশ থেকে সার পাচার হতো। আর মিয়ানমার থেকে লবণ আমদানি করতো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা হয়নি। দেশে এখন চাহিদা মতো লবণ উৎপাদন হচ্ছে। গেল মৌসুমে ৩ লাখ ১ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। আর এই মৌসুমের আজ পর্যন্ত ৩ লাখ ৪৪ মেট্রিক টন উৎপাদন হয়েছে। যা গেল বছরের চেয়ে বেশি। সুতরাং বিদেশ থেকে আর লবণ আমদানি করতে হবে না। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |