শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনে মামলা


শীর্ষরিপো্র্ট ডটকম । ৩০  সেপ্টেম্বর ২০১৬

 

শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনে মামলা

শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনে মামলা



সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে রাজধানীর কোতয়ালী থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপির স্থায়ী কমিটির প্রাক্তন সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী গত ২৫ সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ছাড়া তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) আবুল হাসান জানান, ফেসবুকে মানহানিকর তথ্য প্রকাশ করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে বাদী এ মামলা করেছেন।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft