শুরু হয়েছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের


শীর্ষরিপো্র্ট ডটকম । ১২  জানুয়ারি  ২০১৭

শুরু হয়েছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

শুরু হয়েছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের



শুরু হয়েছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। নয় দিনের উৎসবে ১৮৮টি চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন সিনেমাপ্রেমীরা।

নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চদশ আয়োজন শুরু হলো এই শ্লোগান নিয়ে। উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের সভাপতি মিজ আঁলিন তাসকীয়েন, অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশসহ ৬৭টি দেশের আমন্ত্রিত অতিথিরা।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন কারণ বঙ্গবন্ধু প্রেসিডেন্টের দায়িত্বভার নিয়েছিলেন, সেরকম দিনে আরেকটি ঐতিহাসিক ঘটনা এই চলচ্চিত্র উৎসব। আমি আশা করি দেশের চলচ্চিত্রমোদিরা এই সিনেমাগুলোর সর্বোচ্চ স্বাদ আহরণ করবেন।

আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদের ৪০ বছর ও উৎসবের ২৫ বছর উদযাপিত হচ্ছে এবার। নয়দিনের এ উৎসব এবার আরও বড় পরিসরে একই সাথে পাঁচটি ভেন্যুতে। আটটি বিভাগে ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। থাকছেন ২১জন জুরি।

এছাড়াও উৎসবের অংশ হিসেবে থাকছে সপ্তম ঢাকা সিনেমা কর্মশালা, চলচ্চিত্রে নারী বিষয়ক তৃতীয় ঢাকা আন্তর্জাতিক সম্মেলন ও চিত্র প্রদর্শনী।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft