শুক্রবার ঢাবির ‘খ’ইউনিটের ভর্তি পরীক্ষা


শীর্ষরিপো্র্ট ডটকম । ২২ সেপ্টেম্বর ২০১৬

শুক্রবার ঢাবির ‘খ'ইউনিটের ভর্তি পরীক্ষা

শুক্রবার ঢাবির ‘খ'ইউনিটের ভর্তি পরীক্ষা



ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার খ-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বদরুন্নেছা মহিলা কলেজ।

খ- ইউনিটে দুই হাজার ২৪১টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৪ হাজার ৬০৬ জন। এবার প্রতি আসনের জন্য লড়বে ১৫ জন প্রার্থী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। ওই পরীক্ষা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১২৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চ-ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১০ হাজার ২৪৩ জন।

উল্লেখ্য যে, ব্যাংকে টাকা জমা দেয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী এ বছর সবকটি ইউনিটে আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৪৮৩ জন।

পরীক্ষা দু'টি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এরকম কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে বলে বিবৃতিতে জানানো হয়।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft