|
শুক্রবার টাঙ্গাইলে বাস উল্টে নিহত ৪ : আহত ২০শীর্ষরিপো্র্ট ডটকম । ১৬ সেপ্টেম্বর ২০১৬ ঢাকা-বঙ্গবন্ধু সেতু-উত্তরবঙ্গ মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলিতে আজ শুক্রবার ভোরে একটি বাস উল্টে একজন নারীসহ চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- ফিরোজ মিয়ার স্ত্রী আছমা আক্তার (৪০), করিম উদ্দিনের পুত্র মমিনুর (৪০), আব্বাস আলীর পুত্র আছাদুল হাবিব (১৫) ও সিদ্দিক মিয়ার পুত্র রিপন (৩০)। নিহত সবার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভোর সোয়া ৪টার দিকে পৌলী ব্রিজের ঢালুতে পৌঁছুলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ২৪ জন আহত হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে ওই চারজন মারা যান। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |