শিল্পমন্ত্রী যোগ দিচ্ছেন নর্থ-ইস্ট কানেকটিভিটি সম্মেলনে


শীর্ষরিপো্র্ট ডটকম । ২০  সেপ্টেম্বর   ২০১৬

শিল্পমন্ত্রী যোগ দিচ্ছেন নর্থ-ইস্ট কানেকটিভিটি সম্মেলনে

শিল্পমন্ত্রী যোগ দিচ্ছেন নর্থ-ইস্ট কানেকটিভিটি সম্মেলনে



ভারতের আগরতলায় অনুষ্ঠেয় তৃতীয় নর্থ-ইস্ট কানেকটিভিটি সম্মেলনে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আগামীকাল বুধবার দুপুরে সড়কপথে আখাউড়া চেকপোস্ট হয়ে তিনি ভারতের ত্রিপুরার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২২ ও ২৩ সেপ্টেম্বর আগরতলার প্রজ্ঞা ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ত্রিপুরা সরকারের শিক্ষা, শিল্প ও বাণিজ্য, তথ্য প্রযুক্তি ও আইনমন্ত্রী তপন চক্রবর্তীর আমন্ত্রণে শিল্পমন্ত্রীও এ সম্মেলনে যোগ দিবেন। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজ এ সম্মেলনের আয়োজন করেছে। এতে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা অংশ নেবেন।

এ সম্মেলনে অংশগ্রহণের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত বন্ধন সুদৃঢ় হবে। পাশাপাশি উত্তর-পূর্বভারত ও বাংলাদেশের মধ্যে শিল্প প্রযুক্তি, অভিজ্ঞতা ও মেধাসম্পদ বিনিময় এবং নিবিড় সংযোজনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হবে। এ সফর দু'দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক সুদৃঢ়করণে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

আগামী ২৪ সেপ্টেম্বর শিল্পমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft