|
শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল বিঘ্নিত
গত এক সপ্তাহ ধরে প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন। এদিকে গত কয়েকদিনের তুলনায় শনিবার ১৩টি ফেরি চলাচল করেছে। লৌহজং ট্রানিংয়ে তীব্র স্রোতের সঙ্গে ফেরিকে লড়াই করে টেনে নেয়ার জন্য বিআইডব্লিউটিএ'র উচ্চক্ষমতার টাগ ব্যবহার করা হচ্ছে। তবে যে ফেরিগুলো চলাচল করছে তার সময় লাগছে প্রায় দেড়গুণ। এই সীমিত ফেরি চলাচলের কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বাস ও ছোট যানকে প্রাধান্য দেয়ায় পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়েছে বেশি। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ খালেদ জানান, বহরে ১৭টি ফেরির মধ্যে চারটি রোরো, চারটি কে-টাইপ, চারটি ডাম্প ও একটি মিডিয়াম ফেরি। ১৩টি ফেরি দিয়ে এখন যানবাহন পারাপার করা হচ্ছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |