|
শিগগিরই ‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীশীর্ষরিপো্র্ট ডটকম । ২৪ আগস্ট ২০১৬ শিগগিরই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। সেই সঙ্গে জামায়াতের সকল সম্পদ বাজেয়াপ্ত করে তা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বণ্টন করে দেয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে পাবলিক লাইব্রেরির সেমিনার হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সভার আয়োজন করে শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন। আয়োজক ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ মো. সুজাউল করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কবি কাজী রোজী এমপি ও ফাউন্ডেশনের কর্মকর্তারা। সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘জঙ্গি হামলা ও ৭৫ পরবর্তী সময়ে দেশে যত ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার বিচারের লক্ষ্যে ট্রুথ কমিশন গঠন করা হবে।' তিনি বলেন, ‘কাউকেই রেহাই দেয়া হবে না। সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। কঠোর হস্তে জঙ্গিবাদ দমন করা হবে। এ ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।' |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |