শিক্ষা অফিসারদেরকে পাঠদান সঠিকভাবে মনিটরিংয়ের সুপারিশ


শীর্ষরিপো্র্ট ডটকম । ১১  আগস্ট ২০১৬

শিক্ষা অফিসারদেরকে পাঠদান সঠিকভাবে মনিটরিংয়ের সুপারিশ

শিক্ষা অফিসারদেরকে পাঠদান সঠিকভাবে মনিটরিংয়ের সুপারিশ



উপজেলায় শিক্ষা অফিসারদের মাঠ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পরিকল্পনা সঠিকভাবে মনিটরিংয়ের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে সৃষ্ট বৈষম্য দূর করারও সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটি সভাপতি মো আফছারুল আমীন সভাপতিত্ব করেন। কমিটি সদস্য শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা (সংশোধন) বিল, ২০১৬” সংশোধন সাপেক্ষে চূডান্ত প্রতিবেদন প্রদানের জন্য কমিটি বৈঠকে সুপারিশ করে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft