শাহজালালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা


শীর্ষরিপো্র্ট ডটকম। ৫  জুলাই  ২০১৬

শাহজালালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের অ্যারাইভাল এবং ডিপার্চার কনকর সেলে যাত্রী ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। বিমানবন্দরের অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্র জানায়, গুলশানের রেস্টুরেন্টে হামলার পরপরই শাহজালালের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। আগে শাহজালালের ভেতর ৩০০ পুলিশ সদস্য নিরাপত্তা দিলেও বর্তমানে এই সংখ্যা ৪০০। নিরাপত্তার কাজে বাড়তি যোগ হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা। ঈদ উপলক্ষে বিমানবন্দরের কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।

এছাড়াও শাহজালালের ইতিহাসে এবারই প্রথম বিমানবন্দরের ভেতরে সশস্ত্র অবস্থায় নিরাপত্তা দিতে দেখা গেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের।

দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা ও নিরাপত্তার বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের মুখপাত্র তানজিনা আক্তার।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft