শনিবার থেকে ৪ দিনব্যাপী সেলিম আল দীন স্মরণে উৎসব শুরু


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩  জানুয়ারি  ২০১৭
শনিবার থেকে ৪ দিনব্যাপী সেলিম আল দীন স্মরণে উৎসব শুরু

শনিবার থেকে ৪ দিনব্যাপী সেলিম আল দীন স্মরণে উৎসব শুরু

প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ জানুয়ারি, শনিবার থেকে ৪ দিনব্যাপী ‘স্মরণ উৎসবের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার। খ্যাতিমান এ নাটব্যক্তিত্ব ২০০৮ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন। ১৪ জানুয়ারি থেকে স্মরণ উৎসব শুরু হলেও উৎসবের উদ্বোধন হবে ১৫ জানুয়ারি সন্ধ্যা সন্ধ্যা ৬ টায়। উৎসব উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। স্মরণানুষ্ঠানের প্রথম দিন শনিবার সকাল ১০ টায় সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সমাধিতে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন। এ দিন বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে (৭ম তলা) এক সেমিনার অনুষ্ঠিত হবে। বিষয়- ‘উত্তর-উপনিবেশবাদ, রাজনীতি এবং প্রজন্মান্তরে নাট্য চর্চা: এক ধবল রক্তিমাভ নাট্যকথামালার বহু-অক্ষীয় পাঠ'। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ এতে সভাপতিত্ব করেন। রোববার উদ্বোধনী সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হবে সেলিম আল দীনের নাটক ‘বাসন'। ফারুক হোসেনের নির্দেশনায় নাটকটি মঞ্চায়ন করবে বগুড়া থিয়েটার। স্মরণানুষ্ঠানের তৃতীয় দিন সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাটক ‘গ্রন্থিকগণ কহে'। অনিক কুমার সাহার নির্দেশনায় ভোলা থিয়েটার নাটকটি পরিবেশন করবে। মঙ্গলবার উৎসবের সমাপনী সন্ধ্যায় সেলিম আল দীনের নাটক শকুন্তলা মঞ্চায়িত হবে। পরীক্ষণ থিয়েটার হলে প্রসেনজিৎ পাল নির্দেশিত এ নাটকটি পরিবেশন করবে ফরিদপুর, সঙ থিয়েটার।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft