|
লিভারে সমস্যার প্রাথমিক লক্ষনশীর্ষরিপো্র্ট ডটকম। ১৬ মার্চ ২০১৬ ক্রমেই জেকে বসছে লিভারের সমস্যা। অনিয়মিত লাইফস্টাইল, স্ট্রেস, শরীরচর্চার অভাবের ফলে সবচেয়ে বেশি তিগ্রস্ত হচ্ছে লিভার। আমাদের অজান্তেই অবাধে বেড়ে চলেছে সমস্যা। কিভাবে বুঝবেন আপনার লিভার ঠিকঠাক কাজ করছে কি না? নাকি কোনো সমস্যা দেখা দিচ্ছে? জেনে নিন কিছু প্রাথমিক লণ। অতিরিক্ত কান্তি, নেগেটিভ ইমোশন (রাগ, উৎকণ্ঠা, ভয়, একাকিত্ব বা আত্মবিশ্বাসের অভাব), মাথা কাজ না করা, মাথা খাটাতে ইচ্ছা না করা, ক্রমাগত মাইগ্রেন (চোখের পেছনে ব্যথা), হাড়ের জয়েন্ট বা পেশিতে ক্রমাগত যন্ত্রণা, অতিরিক্ত ঘাম হওয়া, ফ্যাট জাতীয় খাবার হজম করতে না পারা, গল ব্লাডারে সমস্যা, অ্যালার্জি, অ্যাকনে বা ত্বকের অন্য সমস্যা, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, উৎকণ্ঠা ও অবসাদ, রাসায়নিক থেকে বিক্রিয়া, নিঃশ্বাসে দুর্গন্ধ, অকারণ ওজন বৃদ্ধি। এর মধ্যে কোনো সমস্যা যদি আপনার দেখা দেয় তাহলে অবশ্যই সাবধান হন। একাধিক সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ। দেরি করলে কষ্টসাপে ও খরচসাপে হয়ে পড়ে চিকিৎসাও। ইন্টারনেট। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |