|
লা মেরিডিয়ান ঢাকায় সপ্তাহব্যাপি সুইট এলিভেশনশীর্ষরিপো্র্ট ডটকম । ৩১ আগস্ট ২০১৬ গরমের খরতাপে আইসক্রিম আর রুটির চমকপ্রদ অফার। ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘সুইট এলিভেশন' শিরোনামের এই আয়োজনে ১৮টি ফ্লেভারের আইসক্রিম আর ৭ রকম সিগনেচার রুটি থাকছে। চকলেট, রোচা, পেস্তা, স্ট্রবোরি, নারিকেল এবং চিনাবাদাম, মাখন, ব্লু বেরি ইয়োগাট, ও ওরিও, বাটার স্কচ স্বাদের আইসক্রিম এর পাশপাশি থাকছে কেক ও পেস্ট্রির সমাহার। ল্যাটিটিউড ২৩ লবি লাউঞ্জে ২৪ ঘন্টাই থাকবে এই খাবারের সমাহার। আইসক্রিম প্রতি স্কুপ ৩০০++ টাকা, প্রতি ২৫০ গ্রাম রুটি পাওয়া যাবে ৫০০ ++ আর কেক ও পেষ্টির অফার শুরু হবে ৪০০++। সকল গ্রাহক দের জন্য থাকছে একটি কিনলে একটি ফ্রি অফার । বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করতে পারেন : ০১৯৯০৯০০৯০০/ ০১৭৬৬৬৭৩৪৪৩ এই নম্বরে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |