রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় সহিংসতা উস্কে দিচ্ছে


শীর্ষরিপো্র্ট ডটকম । ৩  ডিসেম্বর  ২০১৬

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় সহিংসতা উস্কে দিচ্ছে

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় সহিংসতা উস্কে দিচ্ছে



মিয়ানমারের মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাটিকের (এনএলডি) প্রধান অং সাং সু চি বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় সহিংসতা উস্কে দিচ্ছে।' খবর রয়টার্সের।

শুক্রবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন সু চি। তিনি অভিযোগ করে বলেছেন, ‘বৌদ্ধ ধর্মাবলম্বী এবং মুসলমানদের মধ্যে সহিংসতা উস্কে দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়।'

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর বর্বর অভিযান, হত্যা এবং ধর্ষণের কারণে হাজার হাজার রোহিঙ্গা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। সেনাবাহিনী ৮৬ জনকে হত্যার দায় স্বীকার করলেও মানবাধিকার সংস্থাগুলো বলছে, সেনাবাহিনীর হাতে আরো বেশি রোহিঙ্গা নিহত হয়েছে।

এখন পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে ১০ হাজারের বেশি রোহিঙ্গা প্রতিবেশি বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেখান থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা জানিয়েছেন, সেনাবাহিনী তাদের ওপর বর্বর নির্যাতন করছে। তারা হাজার হাজার বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, বহু মানুষকে হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে। সেনাবাহিনীর এমন বর্বর অত্যাচারে ওই এলাকা থেকে পালাতে বাধ্য হচ্ছে তারা।

সু চি তার দেশের জাতিগত জটিলতা বোঝার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, বিশ্বকে ভুলে গেলে চলবে না যে, নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জের ধরেই রাখাইন রাজ্যে অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

এক বিবৃতিতে সুচি বলেন, ‘শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সহায়তা করলে আমরা সত্যিই এর প্রশংসা করব।'
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft