|
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা পালনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীরশীর্ষরিপো্র্ট ডটকম । ২৪ নভেম্বর ২০১৬ মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। এসময় যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, নরওয়ে, ডেনমার্ক, ভারত ও চীনের রাষ্ট্রদূত, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের প্রতি রোহিঙ্গা ইস্যু উত্তরণে সরকারগুলোকে সহযোগীতামূলক ও সংবেদনশীল আচরণ করার অনুরোধ জানান। রাখাইন রাজ্যের জনগণের নিরাপত্তাজনিত উদ্বেগ, সামাজিক সমন্বয় সাধন ও অর্থনৈতিক উন্নয়নে মিয়ানমার সরকারকে বাংলাদেশ সম্ভাব্য সকলভাবে সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, মিয়ানমারের উদ্ভুত পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া মানুষেরা সহিংসতা ও প্রতিহিংসার ভয় ছাড়াই তাদের মাতৃভূমিতে ফিরতে পারবে। বর্তমান সঙ্কটময় পরিস্থিতি ও দীর্ঘ মেয়াদী চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সহযোগিতা কামনা করেন মাহমুদ আলী। আলোচনাকালে ক্ষতিগ্রস্ত মানুষেরা চাইলে তাদের স্বেচ্ছায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে কূটনীতিকরা। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |