রোববার ৭২ ইউনিয়নের ব্যাংক বন্ধ


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৫ এপ্রিল  ২০১৭

রোববার ৭২ ইউনিয়নের ব্যাংক বন্ধ

রোববার ৭২ ইউনিয়নের ব্যাংক বন্ধ



ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন উপলক্ষে রোববার (১৬ এপ্রিল) দেশের ২৪টি জেলার ৭২টি ইউনিয়নের সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়া হয়েছে।

জেলাগুলো হলো- দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, পাবনা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, টাংগাইল, জামালপুর,

মানিকগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুর।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে নির্বাচন উপলক্ষে কর্মকর্তা কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত অফসিলি ব্যাংকমূহের নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ সকল শাখা ১৬ এপ্রিল (রোববার) বন্ধ থাকবে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft