রেসিপি :- কড়াই মুরগি


রেসিপি :- কড়াই মুরগি

রেসিপি :- কড়াই মুরগি



শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৭   ডিসেম্বর  ২০১৬

মুহসিনা তাবাসসুম

উপকরণ :-

সোনালি মুরগি - ১ টি

টক দই - ২-৩ টেবিল চামচ

মিষ্টি দই - ১ টেবিল চামচ

লেবুর রস - ১ চাচামচ

পেয়াজ কুচি -

আদা + রসুন + পেয়াজ বাটা - ৩ টেবিল চামচ

জিরা + ধনিয়া বাটা বা গুড়া - ১ চাচামচ

গরম মশলা + এলাচ বাটা - ১/২ চা চামচ

মরিচ গুড়া - পরিমান মত

বাদাম বাটা - ১ টেবিল চামচ

টমেটো সস - ১/৩ কাপ বা তার কম

লবন পরিমান মত

হলুদ - সামান্য

তেল - পরিমান মত

ঘি - ১-২ টেবিল চামচ

চাট মশলা :-

এলাচ

লবঙ্গ

গরম মশলা

তেজপাতা

জিরা

ধনিয়া

শুকনা মরিচ

- সব এক সাথে ভাল করে টেলে নিয়ে নিন ।

- শুকনা পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে মিহি গুড়া করে নিন ।

- কাঁচের জারে ভাল করে মুখবন্ধ করে রেখে দিন ।

প্রনালি :-

- চিকেন ছোট ছোট করে টুকরা করে ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন ।

- লবন , হলুদ ও লেবুর রস দিয়ে মেরিনেট করে রাখুন ৩০- ৪০ মিনিট ।

- এবার প্যানে তেল দিয়ে অর্ধেক পেয়াজ কুচি বেরেস্তা করে রাখুন ।

- বাকি পেয়াজ দিয়ে চিকেন দিয়ে দিন ।

- চিকেন মাঝারি আচে বাদামি কালার করে ভাজুন ।

- এমন ভাবে তেল দিবেন যাতে বেশিও না হয় আবার কম ও না হয় ।

- তেল কম হলে আবার চিকেন দ্রুত কড়াই এর সাথে লেগে যাবে ।

- চিকেন বাদামি কালার হয়ে আসলে একে একে সব মশলা বাটা দিয়ে দিন ।

- এই কড়াই চিকেনো রান্নায় পানি কম লাগে । নারাচাড়া করতে করতেই চিকেন সিদ্ধ হয়ে যাবে ।

- শেষের দিকে বাদাম বাটা , দই ও সামান্য পানি দিয়ে অল্প আচে ঢেকে রাখুন ।

- ভালভাবে সিদ্ধ হয়ে গেলে আবার ও ধকনা খুলে মাঝারি আচে গুড়া মশলা দিয়ে ভাজতে থাকুন ।

- অল্প করে চাট মশলা দিবেন আর ভাজতে থাকবেন ।

- সাথে টমেটো সস ও ঘি দিয়ে দিন ।

- এবার শুকনা শুকনা হয়ে আসলে নামিয়ে সারভিং ডিশে নিয়ে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন ।

পরিবেশন :-

প্লেইন পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন । পরো টার সাথেও খেতে দারুন লাগে ।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft