রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ২৪ সেপ্টেম্বরের মধ্যে : মুহিত


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১ আগস্ট ২০১৬

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ২৪ সেপ্টেম্বরের মধ্যে : মুহিত

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ২৪ সেপ্টেম্বরের মধ্যে : মুহিত



অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে ।

আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরো জানান, সারা দেশের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে।

বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘জাপান আমাদের উন্নয়ন সহযোগী দেশ ও বড় দাতা দেশ। জাপানের অর্থায়নে আমাদের দেশে অনেক কার্যক্রম চলছে। এসব প্রকল্প ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।'

বৈঠকে জাপান দূতাবাসের কর্মকর্তা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft