|
রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেয়ার ইসি চায় বিএনপি : ড. হাছান মাহমুদশীর্ষরিপো্র্ট ডটকম । ৭ ডিসেম্বর ২০১৬ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব নিয়ে যাওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রস্তাব দিলে কি হবে? আমরা বিএনপির সব চাওয়া পাওয়া বুঝি। তারা চায় এমন নির্বাচন কমিশন, যারা তাদের আবারো রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেবে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ একথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক ভাসানী, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ। বিএনপির উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, হলফনামা দিয়ে আপনারা এখন বলুন রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে যে প্রস্তাব দেবে আমরা সেটা মেনে নেব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া না দিয়ে অতীতের ভুল বুঝতে পেরে বিএনপি এখন বার বার অনুনয় বিনয় করছে। তারা বলছে আমরা আলোচনায় বসতে চাই, একটু সুযোগ দিন। প্রধানমন্ত্রীর বিমান ত্রুটি প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, এটি নিছক কোনো ত্রুটি নয়, ষড়যন্ত্রের অংশ। তিনি ওই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিমান কর্মকর্তাদের বাদ দিয়ে নতুন একটি সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানান। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |