রাষ্ট্রপতি কিশোরগঞ্জে পৌঁছেছেন


শীর্ষরিপো্র্ট ডটকম। ২১  এপ্রিল  ২০১৬

রাষ্ট্রপতি কিশোরগঞ্জে পৌঁছেছেন

রাষ্ট্রপতি কিশোরগঞ্জে পৌঁছেছেন



জেলার হাওর উপজেলা মিঠামইনে কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে কিশোরগঞ্জ পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে মিঠামইনে অবতরণ করে বর্তমানে উপজেলা ডাক বাংলোতে বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তিনি ডাক বাংলো মাঠে জনসভায় অংশ নেবেন। সেখান থেকে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করবেন রাষ্ট্রপতি। বিকেল ৪টা ১০ মিনিটে তিনি আবার হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন।

রাষ্ট্রপতির সফরসঙ্গি হিসেবে রয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft