রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৫  ডিসেম্বর  ২০১৬

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ



রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার হাঙ্গেরিতে দ্বিপাক্ষিক সফর ও বিশ্ব পানি সম্মেলন এবং মরক্কোতে ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাষ্ট্রপতি জেনসন আবের এর আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে সেদেশে যান। সফরকালে তিনি বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব পানি সম্মেলনে অংশগ্রহণ করেন।

এছাড়া তিনি গত ১৪ নভেম্বর তিনদিনের সরকারি সফরে মরক্কো যান। সেখানে ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের অধিবেশনে অংশ নেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft