রাষ্ট্রপতির চট্টগ্রাম সফর বাতিল


শীর্ষরিপো্র্ট ডটকম। ২৫  মে  ২০১৬

রাষ্ট্রপতির চট্টগ্রাম সফর বাতিল

রাষ্ট্রপতির চট্টগ্রাম সফর বাতিল



আবহাওয়ার বিষয়ে নেতিবাচক বার্তা পাওয়ার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চট্টগ্রাম সফর বাতিল করা হয়েছে। বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর আউটার স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা ছিল তার।

অনুষ্ঠান শুরুর পূর্ব মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির সফরের জন্য  আবহাওয়া অনুকূল হবে না। এজন্য তার চট্টগ্রাম সফর বাতিল করা হয়েছে।'

এদিকে রাষ্ট্রপতি না আসায় সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আক্তারি মমতাজ।

আগের অনুষ্ঠানসূচিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্ব ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আক্তারি মমতাজের স্বাগত বক্তব্য দেওয়ার কথা ছিল।

তবে এই দুটি ক্ষেত্রে পরিবর্তন আসলেও অন্যান্য বক্তারা পূর্বের অনুষ্ঠানসূচি অনুযায়ীই বক্তব্য দেবেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft