‘রামপাল বিদ্যুৎকেন্দ্র হবে’: নাসিম


শীর্ষরিপো্র্ট ডটকম । ৬  সেপ্টেম্বর   ২০১৬

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র হবে': নাসিম

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র হবে': নাসিম



আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন ‘আমরা রামপাল বিদ্যুৎকেন্দ্র করছি, করব। রামপাল বিদ্যুৎকেন্দ্র হবে, জঙ্গি দমন হবে এবং শেখ হাসিনার নেতৃত্বেই ২০১৯ সালে নির্বাচনও হবে।'

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন।

মহিলা আওয়ামী লীগের প্রাক্তন সভানেত্রী আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিরোধীদের উদ্দেশে স্মরণসভায় মোহাম্মদ নাসিম বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে পত্রিকায় শিরোনাম হতে পারবেন। কিন্তু জনগণের সমর্থন আপনারা কোনোদিন পাবেন না।'

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের বিরোধিতা করলে কোনো অসুবিধা নাই। আমাদের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা করলে কোনো অসুবিধা নাই। ভুল-ত্রুটি ধরে দিলেও কোনো অসুবিধা নাই। আমরা সরকারে আছি। সরকারে থাকলে ভুল-ত্রুটি হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু জঙ্গিদের সমর্থন করা, তাদের আশ্রয় দেওয়া, মদদ দেওয়া মহা অন্যায়, মহাপাপ।'

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘যারা আজ জঙ্গিদের সমর্থন করছেন, সেই খালেদা জিয়ার দলকে আহ্বান জানাব- এ পথ থেকে সরে আসুন। এটা কোনো পথ নয়। দেশকে ধ্বংস করার জন্য আপনি তাদের সঙ্গে হাত মিলিয়েছেন। এর জবাব বাংলার মানুষ আপনাদের ২০১৯ সালে দেবে।'

খালেদা জিয়ার রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করার কঠোর সমালোচনাও করেন মোহাম্মদ নাসিম।

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির কার্যকরের কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জামায়াতের ধনকুবের মীর কাসেম আলী তার ধনসম্পদ দিয়ে এই বিচার বানচাল করার বহু চেষ্টা করেছিল। আন্তর্জাতিক পর্যায়ে লবিস্ট নিয়োগ করেছিল। আশার কথা হলো, আগে ছয় জন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করা হয়েছে, তারও ফাঁসি হয়েছে।

তিনি আরো বলেন, একাত্তরের ঘাতকদের বিচার একটা চলমান প্রক্রিয়া। বিচারের পক্ষে আছি এবং থাকব। যত বাধা আসুক আমাদের কণ্ঠে সব সময় সাধারণ মানুষের কথা অনুরণিত হবে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft