|
রামপালের ধোঁয়া মুখের ময়লা পরিষ্কার করবে: প্রধানমন্ত্রীশীর্ষরিপো্র্ট ডটকম । ২৭ আগস্ট ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধোঁয়া বেরোবে তা থেকে কার্বন তৈরি করে সেটি দিয়ে মুখ পরিষ্কার করা যাবে। সুন্দরবনের পরিবেশ দূষণের শঙ্কা থেকে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিলের যে দাবি করা হচ্ছে তা নাকচ করেছেন তিনি। শনিবার এক সংবাদ সম্মেলনে সুন্দরবনে দূষণ ঠেকাতে এই বিদ্যুৎ কেন্দ্রে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, এই বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। তিনি বলেন, “রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চিমনির উচ্চতা হবে ২৭৫ মিটার। এই চিমনি দিয়ে যে কার্বন-ডাই-অক্সাইড বের হবে তা বিদ্যুৎ কেন্দ্রের ১ দশমিক ৬ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। “এই চিমনি থেকে যে ধোঁয়াটা বের হবে এটাকেও কিন্তু আধুনিক প্রযুক্তি দিয়ে ব্যবহার করা যায়। এ দিয়ে কিন্তু কার্বন তৈরি করা যায় এবং সেটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।” মুখের সৌন্দর্য্য বাড়াতে এই কার্বন থেকে তৈরি ‘ফেসিয়াল মাস্ক' বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কার্বন কিন্তু বহু কাজে লাগছে এমনকি এই যে মুখে ফেসিয়াল করে ফেসিয়ালের যে মাস্ক, বর্তমান যুগে কার্বন মাস্ক কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয়। “ফেসিয়ালে কালো একটা মাস্ক ব্যবহার করা হয়। ওটাও কিন্তু কার্বন থেকে আসে। অর্থাৎ মুখের ময়লা পরিষ্কার করে দেয়।” |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |