রানাপ্লাজার মালিকের বিরুদ্ধে চার্জশিট


শীর্ষরিপো্র্ট ডটকম । ০৮  আগস্ট ২০১৬

রানাপ্লাজার মালিকের বিরুদ্ধে চার্জশিট

রানাপ্লাজার মালিকের বিরুদ্ধে চার্জশিট



সম্পদের হিসাব দাখিল না করায় সাভারের ধসেপড়া রানাপ্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে দুদক। সোমবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলামের আদালতে চার্জশিটটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম।

গত বছরের ২ এপ্রিল কাশিমপুর কারাগারে বন্দি সোহেল রানার কাছে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণীর নোটিশ পাঠায় দুদক।

আইন অনুযায়ী, নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে আইনজীবীর মাধ্যমে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দুদকে জমা দিতে হয়।

নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী জমা না দিয়ে স্ত্রীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন সোহেল রানা।

আইন অনুসারে তার এ আবেদন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে রানার বিরুদ্ধে ২০১৫ সালের ২০ মে রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানাপ্লাজা ধসে পড়ে। এতে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়। ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেফতার করে র‌্যাব। বর্তমানে তিনি কারাগারে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft