রাজশাহীর প্রয়োজন ১৬০ রান


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৯   ডিসেম্বর  ২০১৬

রাজশাহীর প্রয়োজন ১৬০ রান

রাজশাহীর প্রয়োজন ১৬০ রান



একের পর এক ক্যাচ মিস। রাজশাহীর ফিল্ডাররা যেভাবে ক্যাচ মিসের মহড়া দিতে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিল ভাগ্য বুঝি আজ ঢাকার সঙ্গেই রয়েছে। ঢাকার ব্যাটসম্যানরা বুঝি রানের বন্যা বইয়ে দেবে। রাজশাহীকে ভাসিযে দেবেন বিশাল রানে।

কিন্তু ভাগ্যের এই সহায়তাকেও কেন যেন কাজে লাগাতে পারলো না সাকিব আল হাসানের দল। রাজশাহীর বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিং আর রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামির তুখোড় নেতৃত্ব ঢাকার ব্যাটসম্যানদের অবারিত রান তোলার সুযোগকে দিলো নষ্ট করে। সুতরাং, জমজমাট ফাইনালে যেমনটা হাই স্কোরিং ম্যাচ হওয়ার আশা ছিল সবার, তেমনটি আর হচ্ছে না। কারণ, রাজশাহীর সামনে ১৬০ রানের লক্ষ্য ছুড়ে দিতে সক্ষম হয়েছে ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যানরা।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft