রাজধানী সেজেছে লাল সবুজে


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৬  মার্চ  ২০১৭

রাজধানী সেজেছে লাল সবুজে

রাজধানী সেজেছে লাল সবুজে



হঠাৎ বদলে গেছে রাতের ঢাকা। কয়েক দিন আগের চিরচেনা দৃশ্য আজ নেই। রাজধানীজুড়ে এখন শুধু উৎসবের আমেজ। ঝলমল সাজে সেজেছে গোটা নগরী। সঙ্গে নগরবাসীর সেবাদানকারী সংস্থার প্রাণকেন্দ্র নগরভবনও । সন্ধ্যা নামতেই বর্ণিল আলোতে ঝলমল করছে পুরো নগরভবন।

এসবের আয়োজনের মূলে রয়েছে বাঙালি জাতির প্রাণের অর্জন স্বাধীনতা। আজ সেই মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লাখো বাঙালি।

রোববার রাতে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন হোটেল, রেস্তোরা, অফিস-আদালত সড়কের আইল্যান্ডগুলো মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। রাজধানীর বিভিন্ন ফোয়ারা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভাস্কর্যে আলোকসজ্জ্বা করা হয়েছে।

দিনটি উপলক্ষে নগরীর সড়কগুলোতে আলোকসজ্জার পাশাপাশি লাল সবুজে সাজিয়ে তোলা হয়েছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের (ডিএসসিসি ও ডিএনসিসি)  কর্মীদের যেন বিশ্রামের সময় নেই। পুরো নগরীকে আলোকোজ্জ্বল করে তুলেছে প্রতিষ্ঠান দুটি। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের অফিসগুলো থেকে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।

সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরভবনে দেখা গেছে, নগর ভবনের চিরচেনা দৃশ্য পাল্টে গেছে। ঝিলিক বাতির রঙবেরঙের আলোর পাশাপাশি বসেছে এলইডি লাইটে তৈরি আলোকসজ্জা। সড়কের মোড়ে মোড়ে নৌকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রঙিন প্রতিকৃতি।

এ বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো মহান স্বাধীনতা দিবসে এ বছরও নগরভবনকে আলোকোজ্জ্বল করা হয়েছে। স্বাধীনতা দিবসের মর্মার্থ তরুণ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে সিটি কর্পোরেশন প্রতিবছর নগরীকে আলোকোজ্জ্বল করে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft