রাজধানীর শাহআলীতে ভবন ধস : কিশোরী নিহত


শীর্ষরিপো্র্ট ডটকম । ২৭ সেপ্টেম্বর ২০১৬

রাজধানীর শাহআলীতে ভবন ধস : কিশোরী নিহত

রাজধানীর শাহআলীতে ভবন ধস : কিশোরী নিহত



রাজধানীর শাহআলী থানা এলাকায় ভবঘুরে আশ্রয় কেন্দ্রের ভবন ধসে নিশি (১৫)নামে এক কিশোরি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রায়হান (৯) নামে আরেক শিশু। সোমবার দিনগত রাত পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মা আনোয়ারা বেগম শাহআলী থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শাহআলী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন থেকে আশ্রয় কেন্দ্রের একটি ভবন পরিত্যক্ত অবস্থায় ছিল। ওই ভবনেরই একাংশ সকালে ধসে পড়ে।

মিরপুর ভবঘুরে আশ্রয় কেন্দ্রের পাশে টিনশেড ঘরে নিশির পরিবার থাকতো। ঘটনার সময় টিনশেড বাসার ওপরে পরিত্যক্ত ভবনটি ধসে পড়ে। এ সময় নিশি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। আহত রায়হানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে নিশির ভাতিজা।

পুলিশ জানায়, নিহত নিশি শেরপুর সদর উপজেলার টিক্কাবাড়ি গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে। সে স্থানীয় সমতা মডেল স্কুলের ৮ম শ্রেণিতে পড়তো।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft