|
রাজধানীতে বিদেশ ফেরত যাত্রীদের অজ্ঞান করে লুট : আটক ৮শীর্ষরিপো্র্ট ডটকম। ১ জুন ২০১৬ বিদেশ ফেরত যাত্রীদের অজ্ঞান করে তাদের সর্বস্ব লুট করার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। তাদের কাছ থেকে ১০০টি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃতরা হলেন মো. আমির হোসেন (৪৫), মোছা. কমলা (৩০), শামীম (২৮), জাহাঙ্গীর হোসেন (৪০), সুমন (২৮), জসিম (৩০), মো. নূরুল ইসলাম (২১) ও মো. রবিন (২১)। ডিএমপি সূত্র জানায়, আটককৃতরা বিদেশ ফেরত যাত্রীদের এবং ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বাসের যাত্রীদেরকে খাদ্যদ্রব্যে ও পানীয়র মধ্যে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে খাইয়ে অজ্ঞন করে সর্বস্ব লুট নিতো। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |