রাজধানীতে পিস্তল-গুলিসহ গ্রেফতার ২


শীর্ষরিপো্র্ট ডটকম । ২  ডিসেম্বর  ২০১৬

রাজধানীতে পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

রাজধানীতে পিস্তল-গুলিসহ গ্রেফতার ২



রাজধানীর মিরপুর ও কোতয়ালী থানায় পরিচালিত পৃথক অভিযানে ২টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগ ও মিরপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি মোহাম্মদ ইউসুফ আলী জানান, ভোররাতে ডিবি দক্ষিণ বিভাগের এসআই রাশেদুল ইসলাম কোতোয়ালি থানার নবাব ইউসুফ রোডের আল্লারদান ট্রেডিং এজেন্সির সামনে থেকে আলমকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

অন্যদিকে পৃথক এক অভিযানে মিরপুর থানা পুলিশ আলামিন ওরফে সবুজ নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে।

মিরপুর মডেল থানার এসআই মারুফুল ইসলাম জানান, আলামিনকে উত্তর পীরেরাবাগ ৩৬৪/২ বাসার সামনে থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft