|
রাজধানীতে ট্রাকচাপায় চা দোকানি নিহতশীর্ষরিপো্র্ট ডটকম । ৯ অক্টোবর ২০১৬ রাজধানীর রামপুরা বনশ্রীতে ট্রাকের ধাক্কায় নজরুল ইসলাম (৫০) নামের এক চা দোকানদার নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতেই নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাগিনা হারুণ জানান, বনশ্রী ফরাজী হাসপাতালের পাশে তাঁর মামার একটি চায়ের দোকান আছে। রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় ফরাজী হাসপাতালের সামনেই একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নজরুল ইসলামের বাড়ি গাইবান্ধা সদরে। তিনি রামপুরা বনশ্রী এলাকায় থাকতেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |