|
রাজউক’র সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম গ্রেফতারশীর্ষরিপো্র্ট ডটকম । ২ মার্চ ২০১৭ আজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামকে গ্রেফতার করেছে অবৈধ সম্পদ অর্জন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাসস'কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে বনানীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। প্রণব কুমার ভট্টাচার্য জানান, তার বিরুদ্ধে এক কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক সাইদুজ্জামান বাদি হয়ে গত ২৩ ফেব্রুয়ারি এমদাদুলের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করেন। আজ এ মামলায় তাকে গ্রেফতার করা হয়। দুদকের এ কর্মকর্তা জানান, গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |