রমজানে শেয়ারবাজারে লেনদেন সাড়ে ৩ ঘণ্টা


রমজানে শেয়ারবাজারে লেনদেন সাড়ে ৩ ঘণ্টা

রমজানে শেয়ারবাজারে লেনদেন সাড়ে ৩ ঘণ্টা



শীর্ষরিপো্র্ট ডটকম। ১  জুন  ২০১৬

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। নতুন সূচি অনুসারে ডিএসইর লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত চলবে। ফলে চার ঘণ্টার পরিবর্তে সাড়ে ৩ ঘণ্টা লেনদেন হবে।

এসময় ডিএসইর অফিসিয়াল কার্যক্রম সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে।

মঙ্গলবার ডিএসইর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সভা শেষে ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর ঈদুল ফিতরের ছুটির পর আগের মতোই ডিএসইর লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম চলবে। লেনদেন যথারীতি সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা এবং অফিসিয়াল কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft