|
যৌথ সামরিক মহড়া : রুশ বাহিনী পাকিস্তানেশীর্ষরিপো্র্ট ডটকম । ২৩ সেপ্টেম্বর ২০১৬ ইতিহাসে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে শুক্রবার রুশ বাহিনী পাকিস্তানে পৌছেছে। এই মহড়া চলবে দুই সপ্তাহ। পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআরের মহাপরিচালক লে. জেনারেল আসিম বাজওয়া এক টুইট বার্তায় বলেছেন, প্রথম পাক-রুশ যৌথ মহড়ায় অংশ নিতে রুশ স্থল বাহিনী পাকিস্তানে এসে পড়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া। দুই দেশের মধ্যে সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারের একটি পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে একে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সামরিক সহযোগিতা বেশ জোরদার হয়েছে। ভারত অধিকৃত কাশ্মিরের একটি সেনাঘাটিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে অনেকে বলছিল, রাশিয়া এই মহড়া বাতিল করে দিয়েছে। কিন্তু শুক্রবার রুশ বাহিনীর পাকিস্তানে যাওয়া প্রমাণিত হলো, ওই খবর ছিল নিতান্তই গুজব। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |