যে কারণে স্লিম হতে পারছেন না


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১  সেপ্টেম্বর   ২০১৬

যে কারণে স্লিম হতে পারছেন না

যে কারণে স্লিম হতে পারছেন না



একটু মোটা হলেই কত দুশ্চিন্তা! ঘুম হারাম। ওজন কমানোর জন্য কতই না চেষ্টা করছেন। অথচ কিছুতেই কিছু হচ্ছে না। হতাশ হয়ে পড়ছেন। আসলে কিছু কারণ আপনাকে স্লিম হতে দিচ্ছে না। অতএব হতাশ হওয়ার আগে সেই কারণগুলো সম্পর্কে জেনে নিন-

খাওয়া-দাওয়া ছেড়ে দেন

স্লিম হওয়ার জন্য অনেকেই খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দেন। তবে পরিমাণ মতো স্বাস্থ্যকর, পুষ্টিকর খাবার না খেলে স্লিম হওয়া সম্ভব নয়। অস্বাস্থ্যকর ভুঁড়ি হবে।

শরীরের বিশ্রাম

ওজন কমানোর জন্য শরীরের হজম ক্ষমতা ঠিক থাকা প্রয়োজন। আর হজম ঠিকঠাক হওয়ার জন্য শরীরের প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম। পরিমাণ মতো ঘুম না হলে শরীরে অতিরিক্ত মেদ জমবে।

অতিরিক্ত স্ট্রেস

শরীরের ওয়াটার ওয়েট বাড়ার সবচেয়ে বড় কারণ স্ট্রেস। অতিরিক্ত স্ট্রেস থাকলে জীবনে কখনই আপনি স্লিম হতে পারবেন না।

ভুল খাবার

নিজেদের মতো করে ডায়েট করলে বেশির ভাগ সময়ই ভুল খাবার খাওয়া হয়। যা শরীরের ওয়াটার ওয়েট বাড়ায়, এনার্জি কমিয়ে দেয়, বাড়তে থাকে স্ট্রেস।

অতিরিক্ত ওয়ার্ক আউট

অনেকেই অতিরিক্ত ওয়ার্ক আউট করতে শুরু করেন। এতে হিতে বিপরীত হতে পারে। ওজন কমানো হয়ে যেতে পারে আরও কঠিন।

পর্যাপ্ত পানি

পর্যাপ্ত পানি পান না করলে শরীর ফুলে যেতে পারে। ওজন কমানোর জন্য পর্যাপ্ত পানি পান অত্যন্ত জরুরি। দিনে ৮-১০ কাপ ফ্রেশ পানি অবশ্যই পান করুন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft