|
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৯৫শীর্ষরিপো্র্ট ডটকম । ২২ জানুয়ারি ২০১৭ যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের জন্য যখন সবকিছু চূড়ান্ত তখন ওয়াশিংটনের রাস্তায় এক বিরাট ট্রাম্প বিরোধী বিক্ষোভ মিছিল দেখা গেছে। এছাড়া বিশ্বের আরও অনেক শহরেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। রাত ২টা পর্যন্ত অন্তত ৯৫জন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের মুখ মুখোশ ও স্কার্ফে ঢাকা ছিল। তারা ট্রাম্প বিরোধী স্লোগান দিতে দিতে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ও দোকানের জানালা ভাংচুর করে। অনেককে হুইসেল বাজাতে দেখা যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পেপার স্প্র্রে ব্যবহার করে। প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের দিনটিতে বিশ্বের বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। তবে রাশিয়া ছিল ব্যতিক্রম। সেখানে দ্বিতীয় দিনের জন্য আনন্দ উৎসব করেছেন তার একদল সমর্থক। তাদের আশা ট্রাম্পের শাসনামলে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতি ঘটবে। লন্ডনে টাওয়ার ব্রিজের ওপর ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীরা একটি ব্যানার ঝুলিয়ে দেয়, যাতে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল তুলে বন্ধ করে দেবেন বলে যে হুমকি দিয়েছিলেন তার প্রতি ইঙ্গিত করে এতে লেখা ছিল, ‘বিল্ড ব্রিজেস, নট ওয়লস'। দেয়াল নয়, সেতু নির্মাণ করুন। বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের জন্য এক বিরাট হুমকি বলে বর্ণনা করেন। অস্ট্র্রেলিয়াতেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে।বাসস |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |