|
মোদীর দামী স্যুট গিনেস বুকে নামশীর্ষরিপো্র্ট ডটকম । ২১ আগস্ট ২০১৬ আবার রেকর্ড গড়ল 'নরেন্দ্র মোদী'। তাও আবার যে সে রেকর্ড নয়। সরাসরি গিনেস বুকে নাম। তবে, সেই রেকর্ড ব্যক্তি নরেন্দ্র মোদী গড়েননি; গড়েছে নরেন্দ্র মোদীর স্যুট। যে স্যুটটি পড়ে তিনি হায়দরাবাদ হাউজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বিশ্বের সবথেকে দামী স্যুট বলে গিনেসবুকে নাম উঠেছে সেটির। ২০১৫ সালে ওবামার সঙ্গে দেখা করার পর ওই স্যুটটি নিলামে ওঠে। ৪ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৩১১ টাকা দিয়ে সেটি কিনে নেন সুরাটের এক ব্যবসায়ী লালজীভাই তুলসিবাই প্যাটেল। নিলামে সংগৃহীত টাকা খরচ করা হচ্ছে গঙ্গা নদী সংস্কারের জন্য। সোনা দিয়ে খচিত নরেন্দ্র মোদীর নাম বসানো ছিল ওই স্যুটে। শোনা গেছিল স্যুটটি দাম ১০ লাখ টাকা। স্যুটটি পড়ার পর থেকেই বিরোধীদের তোপের মুখখে পড়তে হয় প্রধানমন্ত্রীকে। রাহুল গান্ধী থেকে জয়রাম রমেশ, সকলেই তীব্র ভাষায় কটাক্ষ করেন তার। সূত্র: জি নিউজ |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |