|
মুড়িঘণ্ট রাঁধবেন যেভাবেশীর্ষরিপো্র্ট ডটকম। ২ জুন ২০১৬ প্রিয় মানুষটি হয়তো বায়না ধরলো আপনার হাতের মুড়িঘণ্ট রান্না খাওয়ার, এদিকে মুড়িঘণ্ট রাঁধার উপায়টিও আপনার জানা নেই- এমনটা তো হতেই পারে। সুস্বাদু ও জনপ্রিয় এই রেসিপিটি অনেকেই হয়তো জানেন না। সবার জন্য রইলো রেসিপি- উপকরণ : রুই মাছের মাথা বড় ১টি ও মুগ ডাল ৩০০ গ্রাম। পেঁয়াজ কুচি ১ কাপ। আদা বাটা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে। ঘি ১ টেবিল চামচ। মরিচ গুঁড়া ২ চা চামচ ও হলুদ গুঁড়া ১ চা চামচ। জিরা গুঁড়া ১ চা চামচ ও গরম মসলা আস্ত ২টি করে। এলাচ ও দারুচিনি ও তেজপাতা ২টি। কাঁচামরিচ আস্ত ৫-৬টি। ধনে পাতা কুচি ২ টেবিল চামচ। এছাড়া, সয়াবিন তেল পরিমাণমতো, লবণ স্বাদ অনুযায়ী এবং পানি পরিমাণমতো। প্রণালি : প্রথমে , মুগ ডাল হালকা ভেজে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবারে, একটি পাতিলে ঘি ও তেল গরম করে তাতে গরম মসলা ও তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ হালকা ভেজে তাতে সব বাটা ও গুঁড়া মসলা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর, রুই মাছের মুড়ো (মাথা) কেটে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিন। কষানো মসলায় টুকরো করা মাছের মাথা দিয়ে আবার ভালো করে কষিয়ে ভুনাভুনা করে মসলা থেকে মাছের মাথা তুলে নিয়ে ওই মসলায় আগে থেকে ছেড়ে রাখা মুগ ডাল দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে ডাল রান্না করতে হবে। মাঝে মধ্যে ডাল নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। ডাল সিদ্ধ হয়ে এলে তাতে মাছের মাথা দিয়ে রান্না করে নিন।মাথা সিদ্ধ হয়ে এলে তা ভেঙে দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে ধনে পাতা কুচি, আস্ত কাঁচামরিচ ও জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রান্না করে নামিয়ে নিন । ব্যস গরম গরম পরিবেশন করুন রুই মাছের মাথার মুড়িঘণ্ট। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |