মুসলিম সমাজ জঙ্গি-সন্ত্রাসে বিশ্বাসী নয় : ইনু


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৮ ডিসেম্বর  ২০১৬

মুসলিম সমাজ জঙ্গি-সন্ত্রাসে বিশ্বাসী নয় : ইনু

মুসলিম সমাজ জঙ্গি-সন্ত্রাসে বিশ্বাসী নয় : ইনু



জাতীয় সমাজতন্ত্রিক দল -জাসদের (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ইসলামকে কেন্দ্র করে একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে। আসলে মুসলমান সমাজ জঙ্গি সন্ত্রাসে বিশ্বাস করে না। এই মিথ্যাচারটি পশ্চিমা বিশ্ব প্রচার চালাচ্ছে।'

বুধবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন মাহবুব আলম লাভলু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

ইনু বলেন, ‘এই মিথ্যাচারকে মোকাবেলা করাটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে একটা নৈতিক দায়িত্ব। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং রাজনীতিবিদদের এর বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে।'

এ সময় সাংবাদিকদের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার্ষিক পুরস্কার দেয়ার বিষয়ে চিন্তা হচ্ছে বলেও জানান তিনি।

ধর্মের নামে জঙ্গি ও সন্ত্রাসীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘এটা জিহাদ নয়, ধর্মীয় বিপ্লবী কর্মও নয়। এটা জঘন্য, অমানবিক ধর্মবিরোধী অপরাধকর্ম। সাংবাদিকরা এ বিষয়টি খেয়াল করবেন। যে জঙ্গি-সন্ত্রাস চলছে তার সঙ্গে ইসলাম শব্দটা লাগবেন না।'

তিনি আরও বলেন, ‘পশ্চিমারা সন্ত্রাসের সঙ্গে ইসলামের একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা করছে। ইসলাম ফোবিয়ার একটা পরিবেশ তৈরির চেষ্টা করছে। সুতরাং এই বিষয়টা আমাদের গণমাধ্যমের জন্য একটা চ্যালেঞ্জ।'

ইনু বলেন, ‘যারা সরাসরি যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেয়, জঙ্গিদের পক্ষে অবস্থান নেয়, তারা রাজনীতির জন্য বিপজ্জনক। তাদেরকে রাজনীতির দৃশ্যপট থেকে বিতাড়িত না করা পর্যন্ত ঝুঁকি কাটবে না।'

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীর পক্ষ নেয়া খালেদা জিয়া, জঙ্গিদের পক্ষ নেয়া খালেদা -এভাবে পত্রিকায় লিখলে মানুষ সচেতন হবে। আগুন সন্ত্রাসী খালেদা জিয়া- এভাবে যদি বলতে না পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে জঙ্গি-সন্ত্রাস দূর করা যাবে না।'

এ সময় অপরাধ দমনে অনুসন্ধানী কাজের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে অপরাধ বিষয়ক সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft