মুম্বাইয়ে বিস্ফোরণে নিহত ৩


শীর্ষরিপো্র্ট ডটকম। ২৬  মে  ২০১৬

মুম্বাইয়ে বিস্ফোরণে নিহত ৩

মুম্বাইয়ে বিস্ফোরণে নিহত ৩



ভারতের মুম্বাইয়ের একটি রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে ৪০ জনেরও বেশি। বৃহস্পতিবার প্রদেশের দম্বিভলি এলাকার আচার্য রাসায়নিক কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কেডিএমসির মেয়র রাজেন্দ্র দেভলেকার। তবে এ ঘটনায় এখনো অনেকে কারখানার ভেতরে আটকা পড়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

দেশটির হার্বার্ট ব্রাউন কোম্পানির (আচার্য) ডব্লিউ-২ ৫৮/৫৯ প্লটের একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আশপাশের অন্তত ছয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা চেষ্টা করছেন।

আহতদের উদ্ধার করে এআইএমএস দম্বিভলি হাসপাতাল, আরআর হাসপাতাল, শাস্ত্রিনগর ও শিবম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft