মীরসরাইয়ে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫


শীর্ষরিপো্র্ট ডটকম । ২৪  সেপ্টেম্বর ২০১৬

মীরসরাইয়ে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

মীরসরাইয়ে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫



চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় মহাসড়কে থেমে থাকা যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের একপাশে কাত হয়ে যায়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী নিহত হন। তাঁদের মধ্যে তিনজন বাসের যাত্রী। তাঁরা হলেন কর্ণফুলী পেপার মিলের মহাব্যবস্থাপক সৈয়দ আহমদ (৫০), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাওকির তাজাম্মুল সুস্মিত ও শাহিদা আক্তার (২৪)।

নিহত অন্য দুজন হলেন বাসের চালকের সহকারী মো. আলী ও কাভার্ড ভ্যানের চালকের সহকারী খলিলুর রহমান। নিহত ব্যক্তিদের মধ্যে সৈয়দ আহমদের বাড়ি নাটোরের কাঁঠালবাড়িয়া এলাকায় বলে জানা গেছে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft