মির্জা ফখরুল নাশকতার মামলায় জামিন পেলেন


শীর্ষরিপো্র্ট ডটকম। ২১  এপ্রিল  ২০১৬

মির্জা ফখরুল

মির্জা ফখরুল



রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় জামিন পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা তার জামিন মঞ্জুর করেন।

এর আগে আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। পরে দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। গত বছর নাশকতার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।

জামিনের বিষয়ে ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ২০১৩ সালের ডিসেম্বর মাসে নাশকতার অভিযোগ এনে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। আগামী ২৬ মে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft