মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৬   সেপ্টেম্বর   ২০১৬

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১



রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাগর (১৭) নামে একজন মারা গেছে।

শুক্রবার সকালে সে মারা যায়। মিরপুরের পাইকপাড়ায় তার বাসা। সাগর স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতো।

সাগরের বাবা জিয়াউল হক সাংবাদিকদের জানান, সকালে গোসল শেষে বাসার সামনে জিআই তারে কাপড় দিতে যায়। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  বেলা সাড়ে ১১টার দিকে সে মারা যায়।

তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব হোসেন  বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।'

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft